পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে রাজস্থলীতে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও যোগাযোগ সহ সর্বক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। গত পৌনে ৫ বছরে প্রায় ৬০ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি রাজস্থলী বাসীর প্রতি আগামী সংসদ নির্বাচনেও আওয়ামীলীগকে সমর্থন করার আহবান জানান। বিগত সরকারগুলোর আমলে রাজস্থলী উপজেলার উন্নয়ন কর্মকান্ডের নামে হরিলুট হয়েছে বলে দাবী করে দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সচ্ছতার মাধ্যমে সকল কাজ কর্ম সম্পন্ন হওয়ায় রাজস্থলী উপজেলাবাসীর উন্নয়নের চিত্র সকলের কাছে এখন দৃশ্যমান। তিনি জনপ্রতিনিধিদের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানান। প্রতি মন্ত্রী দীপংকর তালুকদার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কর্মী সম্মেলনে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান গগনু মারমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রাজনীতিবিদদের জন্য কলঙ্কজনক উল্লেখ করে শেখ হাসিনার নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আরো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই দেশে প্রথম সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুন্ন হয়। এর মাধ্যমে একটি দলের উদ্ভব হয়। সেই দলের উত্তরসূরী বর্তমান বিরোধী দলীয় নেতৃও সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করতে উঠে পড়ে লেগেছেন। বিরোধী দলীয় নেতৃর সাম্প্রতিক বকএব্য এটাই প্রমানিত হয়েছে। তিনি এক জনসভায় বলেছিলেন, দেশে নির্বাচন হবে না। নির্বাচন হলেও বিএনপি সেই নির্বাচন প্রতিহত করবে। আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুউদ্দিন, জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চৌধুরী, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লংবতি ত্রিপুরা, থানা আওয়অমীলীগের সভাপতি উবাচ মারমা, সাংধারণ সম্পাদক পুচিমং মারমা, সহসভাপতি মংক্য মারমা, যুবলীগের সভাপতি মিটুল চন্দ্র দে, লিটন নাথ, লিটন বনিক, ডা: বিশ্বনাথ চৌদুরী, পুলক বড়–য়া, সুইচাপ্রু মারমা, রবার্ট ত্রিপুরা, আনোয়অর সওদাগর, কৃষক লীগের সভাপতি ইদ্রিস মিঞা, প্রজ্ঞাজ্যোতি চাকমা, চানমনি তঞ্চঙ্গ্যা, রেঅংগ্যা মারমা, উথোয়াইচিং মারমা সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার রাজস্থলী উপজেলার বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্প যেমন, ধলিয়া মুসলিম পাড়া জামে মসজিদ, ধলিয়া নতুন পাড়া বৌদ্ধ বিহার, বাঙ্গালহালিয়া দক্ষিন্বেশ্বর কালি মন্দির ও পাবনা টিলার নির্মিত ৬০ লক্ষ টাকার ব্যয়িত শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তি প্রস্থর উদ্ভোধন করেন। উদ্ভোধন শেষে মন্ত্রী রাঙ্গামাটির উদ্দেশ্যে রাজস্থলী ত্যাগ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস