জনশক্তি ব্যুরো সৃষ্টির পর হতে এই প্রতিষ্ঠানটি তার লক্ষ্যে পৌঁছানোর জন্য আন্তরিকভাবে চেষ্টা করে আসছে। বর্তমান সরকারের মাননীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর গতিশীল ও সুযোগ্য নেতৃত্বে বিভিন্ন সময়োপযোগী কার্যকরী ব্যবস্থা গ্রহণের ফলে বিদেশে জনশক্তি রপ্তানী ও এখাত হতে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন সম্ভব হয়েছে। নিয়মিত কাজ ছাড়াও জনশক্তি ব্যুরো বিদেশে কর্মরত ও বিদেশগামী কর্মীদের জন্য নানাবিধ কল্যাণমূলক কাজ করে থাকে। বিদেশগামী কর্মীদের নিয়োগকারী দেশের আইন-কানুন, চাকুরীর শর্তাবলী এবং সেই দেশের সামাজিক ও ধর্মীয় বিষয়ে ব্রিফিং প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এ ছাড়া প্রবাসী মৃত কর্মীদের লাশ ফেরত আনা ও তাদের আত্নীয়-স্বজনের নিকট হস্তান্তর, নিয়োগকর্তাদের নিকট হতে ক্ষতিপূরণ আদায়, মৃত কর্মীদের লাশ দাফনের জন্য অর্থ সাহায্য প্রদান, বিদেশ গমনের জন্য ব্যাংক ঋণ প্রাপ্তির সহায়তা করাসহ নানা ধরনের কর্মকান্ড জনশক্তি ব্যুরো গ্রহণ করে এবং ভবিষ্যতে আরো ব্যাপক আকারে কল্যাণমূলক কাজ গ্রহণের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস