খাল ও নদী
গাইন্দ্যা ইউনিয়নের পুর্ব দিকে কাপ্তাই খাল। কাপ্তাই খালটি বান্দরবানা জেলা রোয়াংছড়ি উপজেলার নিকট বর্তী থুইচা পাড়ায় শেষ হয়। পশ্চিমে ছাইখং খাল অবস্থিত ছাইখ্যং খালটি বান্দরবান সদর উপজেলায় কাট্টলী পাড়ায় ও রোয়াজা পাড়া সীমানা শেষ হয় এবং যার মোহনা কাপ্তাই খালে ছাইংখ্যংমুখ পাড়া। ইউনিয়ে আরেক প্রধান খাল হ্নাড়া খাল যে খালের মোহনা নাড়ামুখ পাড়া অবস্থিত। উক্ত হ্নাড়াখালটি উপর জীবিকা নির্বাহ করে থাকে বান্দরবান সদর উপজেলার কয়েকটি গ্রামসহ ইউনিয়ের ১নং ও ২নং ওয়ার্ডে মানুষ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস