১। উঃ তেজাওয়ান্তা শিশু সদন -- ১৯৭৯খ্রিঃ সাল। রাঙ্গামাটি পাবর্ত্য জেলা রাজস্থলী উপজেলাধীন এক মনোরম পরিবেশ। সেই পরিবেশে গড়ে ওঠা উঃ তেজাওয়ান্তা স্মৃতি শিশু সদন(আশ্রম)। তখনকার দূর্গম পাহাড়ী এলাকা হতে উপজেলা সদরে পড়ালেখা করতে আসা ছাত্রদের একমাত্র অাবাস্থল ছিল সেটি।
২। গাইন্দ্যা শিশু সদন, এটি রাজস্থলী উপজেলাধীন ৮নং ওয়ার্ড, ২নং গাইন্দ্যা ইউনিয়ন, ইনিম্রং পাড়ায় অবস্থিত। স্থাপনের তারিখ : ২০০৭ইং, রেজি নং-রাঙ্গা-২৭৫/২০১০, তারিখ-২২-০৭-২০১০ইং। বর্তমান সংস্থার নিবাসীর সংখ্যা-৫৫ জন।
ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্ত নিবাসীর সংখ্যা-১৭ জন। সংস্থার সাধারণ পরিষদের সদস্য সংখ্যা-৩০ জন, সংস্থার কার্যকরী সদস্য-০৭ জন, সংস্থার স্থাবর সম্পত্তি-১.০০ একর, সংস্থার বেতন ভুক্ত কর্মচারী সংখ্যা-২ জন।
৩। গাইন্দ্যা শিশু সদন, এটি রাজস্থলী উপজেলাধীন ৯নং ওয়ার্ড, ২নং গাইন্দ্যা ইউনিয়ন, ৫নং গ্যাইন্দ্যা বাজার থেকে প্রায় ১কিলোমিটার দূরে অবস্থিত।
৪। উঃ কেলাসা ছাত্রীনিবাস
ভূমিকাঃ উঃ কেলাসা ছাত্রীনিবাস একটি বেসরকারী প্রতিষ্ঠান। কতিপয় সচেতন নারী-পুরুষ সমন্বয়ে ২০১০খ্রিষ্টাব্দে প্রয়াত স্বর্গীয় উঃ কেলাসা ভিক্ষু এর ক্রয়কৃত ভূমির উপর স্থাপন করা হয়েছে। মূলতঃ ম্রংওয়া পাড়া ৫ জন ছাত্রী ২০১০খ্রিষ্টাব্দে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ও অধ্যায়ন বিষয় নিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। এসব জটিলতা নিরশনের লক্ষ্যে অভিভাবক ও গ্রামের সচেতন মহলের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করে। এতে উপলদ্ধি করা হয় যে, প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার্থীদের জন্য উপজেলা সদরের একটি নিরাপদ স্থান দেখে ছাত্রীনিবাস স্থাপন করার প্রয়োজন। সকলের ঐক্যমতে প্রয়াত উঃ কেলাসা ভিক্ষু এর পরিত্যাক্ত জমির উপর একটি ছাত্রীনিবাস নির্মাণ করেন। তথন থেকে উঃ কেলাসা ছাত্রীনিবাস নামে পরিচিতি শুরু করেন।
অবস্থানঃ রাজস্থলী উপজেলার মূল কেন্দ্রের অর্ধ কিলোমিটার দুরে। উপজেলা দক্ষিণ প্রান্তে রাজস্থলী কলেজ যাওয়ার পথে চৌরাস্তা মাথা একটু পরে অর্থাৎ কলেজের ৫০০ গজ আগে।
ঠিকানাঃ উঃ কেলাসা ছাত্রীনিবাস, নয়াঝিড়ি পাড়া, কলেজ রোড, রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
যোগাযোগঃ চাউচিং মারমা, নির্বাহী পরিচালক, উঃ কেলাসা ছাত্রীনিবাস।
মোবাইল নং- ০১৫৫৩৫৯০৪০০। ই-মেইলঃ chauching09@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস