বিভিন্ন নির্বাচন ও পূজামন্টপের আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত হওয়া। দুর্গাপূজার সময় প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরাও দায়িত্ব পালন করেন। এ বছর জেলার আট উপজেলায় ৭৭৪টি পূজা মণ্ডপে ডিউটির জন্য ৪ হাজার ৫৭৮ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়। একেকটি মণ্ডপে গড়ে দুই মহিলাসহ পাঁচজন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। দৈনিক ৩২০ টাকা হারে পাঁচ দিন ডিউটি করে একেকজন আনসার-ভিডিপি সদস্য ১ হাজার ৬০০ টাকা ভাতা পাবেন। আর প্লাটুন কমান্ডাররা পাবেন ১ হাজার ৭৫০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস