২নং গাইন্দ্যা ইউনিয়নে ২টি খালের মধ্যে ১(এক) টি নাড়া খাল। আরেক টি হলো ছাইখ্যং খাল। খালটি কাপ্তাই হ্রদে উপখাল। আর সেই খালে সুন্দর মনোরম পরিবেশে উপজেলা সদর হতে প্রায় ৫ হতে ৭(সাত) কিলোমিটার ৪চার নং ওয়ার্ডে পোয়াইতু পাড়া ও ম্রংওয়া পাড়ার মাঝামাঝি স্থানে অবস্থিত সেই ছাবক ছড়া ঝর্ণা। ঝর্ণাটি গ্রীষ্ম মৌসুমে একটু পানির পরিমাণ কম হলেও বর্ষা মৌসুমে প্রায় এলকার ছাত্রছাত্রীদের ছুটির দিনে ও ভ্রমণ প্রিয় ব্যক্তিদের প্রিয় স্থান হিসেবে জনপ্রিয় একটি স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস