Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তাই তং পাড়া ব্রীজ
বিস্তারিত

তাইতং পাড়া ব্রীজ

১৯৭৯খ্রিঃ সাল। রাঙ্গামাটি পাবর্ত্য জেলা রাজস্থলী উপজেলাধীন এক মনোরম পরিবেশ। সেই পরিবেশে গড়ে ওঠা উঃ তেজাওয়ান্তা স্মৃতি শিশু সদন(আশ্রম)। দূর্গম পাহাড়ী এলাকা হতে শিশু সদনে আশ্রিত ছাত্রদের ছিল খাদ্য সংকট। সেই সংকট পূরণ করার জন্য শিশু সদন পরিচালনা কমিটি ও তৎকালীন সেনাবাহিনী(রাজস্থলী) কর্মকর্তা কমান্ডিন অফিসার মেজর জনাব দিদার চোখ পড়ল তাইতং পাড়া খালে বাধঁ দিলে খালের বাধেঁ বর্ষার পলি মাটিতে ধানের চাষ যোগ্য হয়ে উঠবে। এবং শিশু সদনে আশ্রিত ছাত্রদের খাদ্য অভাব দুর হবে। পরবর্তীতে কাপ্তাই ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার জনাব এমএ সামাদ রাজস্থলী সুভা গমনে উক্ত বিষয়টি কমান্ডার স্যারের নিকট অবগত করা হয়। কয়েক বছর পর ১৯৮৩খ্রিঃ রাজস্থলী থানা হতে উপজেলা উন্নিত করণের পর উপজেলা উদবোধক কাপ্তাই ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার জনাব কর্ণেল এমতিয়াজ আহমেদ চৌধুরী উপজেলা ঘোষণা করার পর দ্বিতীয়বার উক্ত তাইতং পাড়া বাধটিঁর বিষয় খুজ নেন। মাসে কয়েক পড়ে তৎকালীন কর্মরত উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব মোবারক ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা হাসেম আহমেদ উক্ত স্থান(তাইতং পাড়া খাল)তদন্ত জড়িপ করে প্রকল্প প্রণয়ন করা হয়। করা হয় খাল খনন। সেই খাল খননের উপর আজ দেখা যায় তাইতং পাড়া ব্রীজ। যেটা রাজস্থলী উপজেলার এক অনন্যা স্থান। বিকেল বেলা স্নিগ্ধ বাতাসে ভরপুর সেই ব্রীজ। যেখানে বসে গল্পের মুগ্ধটা দেখা যায় অনেক কিশোর।

 

 

তথ্য সংগ্রহক,

ক্যচিংপ্রু মারমা, সমাজ সেবক

তাইতং পাড়া, রাজস্থলী