বাংলার নববর্ষ, মারমা, চাকমা, ত্রিপুরাদের যথাক্রমে সাংগ্রাই, বিজু ও বিসু এর মারমাদের সাংগ্রাই জল উৎসব। পোরানো বছর কে বিদায় জানিয়ে নতুন বছরের শুভ আগমনের অনুস্থান জল উৎসব। আদীকালে উৎসবটি ছিল বয়স্কদের জল দিয়ে স্নান করানো ও নতুন নতুন বস্ত্র(জমা, লুঙ্গী) ইত্যাদি উপহার দেওয়া। আর বয়সে যারা ছোট বা কিশোর কিশোরা নিজেদের প্রিয়জনদের কে মঙ্গল জল হিসেবে বিভিন্ন পাতা(বিশেষ করে জাম) দিয়ে ছোট ছোট জল ছিটিয়ে দেওয়া। বর্তমানে মহান সাংগ্রাই উৎসবের মাধ্যমে বিভিন্ন গ্রামের হাজার হাজার কিশোর কিশোরী থেকে শুরু করে গণম্যাণ্য ব্যক্তিদের ও মিলন মেলা ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস