রাঙ্গামাটি পার্বত্য জেলা রাজস্থলী উপজেলাধীন এক মনোরম পরিবেশে গড়ে ওঠা স্নিগ্ধ ছায়ায় ঘেড়া পাইন ছড়া ঝর্ণাটি ছাবক ছড়া ঝর্ণাটির মত এক প্রিয় স্থান। ঝর্ণাটি দেখতে ছোট হলেও জনপ্রিয়তা অধীক। ঝর্ণাটি উপজেলা সদর হতে প্রায় ৩ বা ৪ কিলোমিটার দুরে ২নং গাইন্দ্যা ইউনিয়নে ৩নং ওয়ার্ডে তাইতং পাড়া হতে যৌথ খামার পাড়া ও চিংখ্যা পাড়ার যাওয়ার রাস্তায় পাইনছড়ার অবস্থীত। ছড়া টি নাড়া খালের ছোট একটি উপছড়া। ঝর্ণাটি দেখতে যেতে পারে সিএনজি, মটর বাইক বা হেঁটে যাওয়া যাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস