১৯৮৫ সালে রাজস্থলী তাইতং পাড়া সরকারী উচ্চ বিদ্যালয় জাতীয় করা হলেও দীর্ঘ সময় পরে ১৯৯৮ সালে জনগণের প্রাণের দাবিতে রাজস্থলী কলেজ স্থাপিত হয়। এই উপজেলার সেই সমেয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জামান, ২নং গাইন্দ্যা ইউনিয়নের তৎকালীন নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিউচিং মারমা, ১নং ঘিলাছড়ি ইউনিয়নের তৎকালীন নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব রবার্ট ত্রিপুরা, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান(সাবেক) জনাব ক্যজচাই মারমা ও এলাকার সমাজ সচেতন ব্যক্তিবর্গের উদ্যোগে এ কলেজের গোড়াপত্তন হয়। জেলা পরিষদে তৎকালীন চেয়ারম্যান জনাব চিং কিউ রোয়াজা ও জাতীয় সংসদের মাননীয় এমপি জনাব দীপংকর তালুকদার মহোদয় এ কলেজের তথা এলাকার শিক্ষার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং এর বিকাশে উদার অনুদান প্রদান করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস